Logo
শিরোনাম

জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত:রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে পুটখালী গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। সে সময় নাভারন সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করছিল, এমন অভিযোগে থানার পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।


আরও খবর