Logo
শিরোনাম
রোহিঙ্গা ভোটার করার অভিযোগে

কক্সবাজার পৌরসভার ৩ কাউন্সিলরসহ আটক ৪

প্রকাশিত:রবিবার ২৮ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
কাউন্সিলের দায়িত্ব পালনকালে বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, রফিকুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার অফিস সহকারী দিদারুল আলম রোহিঙ্গাদের

রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতা করার অভিযোগে তিন কাউন্সিলরসহ চার জনকে আটক করা হয়েছে। এরা হলেন- কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, রফিকুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার অফিস সহকারী দিদারুল আলম।

রবিবার (২৮ মার্চ) ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার স্পেশাল জেলা জজ আদালতে হাজির করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়- চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন। 

তারা জানান, কাউন্সিলের দায়িত্ব পালনকালে বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, রফিকুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার অফিস সহকারী দিদারুল আলম রোহিঙ্গাদের ভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে সহযেগিতা করেছে। এরাসহ এই কাজের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও খবর