
সম্প্রতি ধর্ষণের
অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রাজিলের ফুটবলার দানি আলভেজ। কিন্তু সাবেক বার্সেলোনা ফুটবলারকে
জেলে পাঠানোর কয়েকদিনের মাথায় তাকে স্থানান্তর করা হল অন্য জেলে। জানা গেছে, নিরাপত্তার
কারণে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
সরাসরি স্বীকার
না করলেও স্পেনের পুলিশের দাবি, যে জেলে আলভেজকে রাখা হয়েছিল সেটি বিপজ্জনক। বেশি দিন
সেখানে তাকে রাখা হলে জীবন হারানোর মতো ঝুঁকি তৈরি হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে।
তাই তাকে অন্যত্র সরানো হয়েছে।
স্পেনের একটি
জেলে বন্দি ছিলেন আলভেজ। সেখানে ২০০’রও বেশি বন্দি আছে। তাদের বেশির ভাগই হিংসাত্মক
অপরাধের জেরে বন্দি। জেলের মধ্যেও মারপিটও লেগে থাকে। সেই জেলে ইতোমধ্যেই তিন রাত কাটিয়েছেন
আলভেজ। তবে সোমবার রাতের দিকে তাকে এমন একটি জেলে স্থানান্তরিত করা হয়েছে, যেটা আয়তনে
ছোট। ৮০’র বেশি বন্দি নেই। যারা রয়েছে, তারাও তুলনায় নিরাপদ। জেলের আয়তনও ছোট। তাই
আলভেজকে নজরে রাখতে সমস্যা হবে না কর্তৃপক্ষের।
গত শুক্রবার বার্সেলোনার
একটি পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয় আলভেজকে। সেখানে আসার পরে তাকে জেরা করে পুলিশ।
রে বার্সেলোনার সাবেক ফুটবলারকে গ্রেফতার করা হয়। শুক্রবারই আদালতে হাজির করানো হয়েছিল
তাকে। বিচারক শুনিয়েছেন জেলের সাজা। জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল ফুটবলারের বিরুদ্ধে।
আলভেজের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালতের আশঙ্কা ছিল, এক বার ছাড়া
পেলে পালিয়ে যেতে পারেন তিনি। তাই তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল।