Logo
শিরোনাম

রাশিয়ার ওপর লাগাতার নিষেধাজ্ঞা আপত্তিকর: চীন

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০22 | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর দেওয়া লাগাতার নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লে ইউচেং।

কোনও কারণ ছাড়াই রাশিয়ানদের সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া সীমান্তের কাছে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের বিষয়টি গ্রহণযোগ্য মনে করে তিনি বলেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা দিয়ে কোনও সমস্যার সমাধান হয়নি। নিষেধাজ্ঞা শুধু মানুষের ক্ষতি করে। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

উল্লেখ্য, বৃহৎ শক্তিধর দেশগুলোর মধ্যে চীন এখনও রাশিয়ার সামরিক হামলার বিষয়ে নিন্দা প্রকাশ করেননি।

তবে গত শুক্রবার চীনের  প্রেসিডেন্ট শি জিন পিং এর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় ২ ঘণ্টার মতো ভিডিও কলে আলাপ করেন, যেখানে এ দুই রাষ্ট্রপ্রধান রাশিয়া এবং ইউক্রেন ইস্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩