Logo
শিরোনাম

টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

প্রকাশিত:শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনী সহিংসতায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকেল গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, আহতদের উদ্ধার করে স্থানীয় মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম তোতা শেখ ( ৪০)। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, ২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তোতা শেখ নামের এক সমর্থকের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হন। পরে উভয়পক্ষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, একজন মারা গেছেন। আহত অপরজনকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর