মধ্যপ্রাচ্যের
দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামী কাল সোমবার (০২ মে) চট্টগ্রামের ৬০ গ্রামের মানুষ পবিত্র
ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন।
মির্জারখীল দরবার
শরীফ সূত্রে জানা গেছে, সোমবার (২ মে) সাতকানিয়ার সোনাকানিয়া, মির্জারখীল, গারাংগিয়া,
এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের
কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি,
বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার
পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও
ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ প্রায় ৬০ গ্রামের লক্ষাধিক মানুষ ঈদুল ফিতর পালন করবেন।
এছাড়া পার্বত্য
জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী
ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জারখীল দরবার শরীফের মুরিদরাও ঈদ পালন করবেন।
মির্জারখীল দরবারের
ছোট শাহজাদা মোহাম্মদ মছউদুর রহমান ও মুরিদ মির্জারখীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক
প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী জানান, আমাদের পুরো গ্রামের মানুষ যারা দরবারের ভক্ত
তারা এবং দেশের বিভিন্ন অঞ্চলে থাকা মির্জারখীল দরবার শরীফের মুরিদরা আগামীকাল ঈদুল
ফিতর উদযাপন করবেন।