Logo
শিরোনাম

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ২৯ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
উইকেটকিপার নুরুল হাসান সোহানের জায়গায় খেলছেন সৌম্য। আর স্পিনার নাসুম আহমেদের বদলে এসেছেন তাসকিন আহমেদ

সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে নেমেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে চাপে থাকা লাল-সবুজ জার্সিধারীদের ঘুরে দাঁড়ানোর সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।

উইকেটকিপার নুরুল হাসান সোহানের জায়গায় খেলছেন সৌম্য। আর স্পিনার নাসুম আহমেদের বদলে এসেছেন তাসকিন আহমেদ। কঠোর সমালোচনার পরও ফর্মহীন লিটন দাসের ওপর আস্থা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। একাদশে আছেন এই ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও দুটি পরিবর্তন। লেন্ডন সিমন্সের জায়গায় সুযোগ পেয়েছেন রোস্টন চেজ। অন্যদিকে অলরাউন্ডার জেসন হোল্ডার এসেছেন হেইডেন ওয়ালশ জুনিয়রের জায়গায়।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটকিপার),  ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ,  ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস,  রবি রামপল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আকিলা হোসেইন।

নিউজ ট্যাগ: টি-টোয়েন্টি

আরও খবর