ভাইরাল চট্টগ্রামে বাবা-ছেলের জীবন সংগ্রামের যে ছবি
Share
0


ছোট থেকেই গুঁড়ি গুঁড়ি পায়ে বাবার হাত ধরে সন্তানেরা হাটা
শুরু করে। এরপরে সেই সন্তানকে বড় করে তোলার পেছনের অনেক কষ্ট করে বাবা-মা। কিন্তু জীবন
সংগ্রামেও থেমে থাকে না বাবা-মায়ের সেই ভালোবাসা। আর প্রমাণ চট্টগ্রামের একটি ছবি।
ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে বাবা-ছেলের একটি ছবি। সেটি
দেখে নেট জনতার একটাই মতামত, বাবা বুঝি এমনই হয়। ছবিতে দেখা যায় এক রিক্সাচালক রিক্সা
চালাচ্ছেন কিন্তু কোলে গলা জড়িয়ে আছে সন্তান। আর এমন ছবি শেয়ার করতেই সেটি ভাইরাল হতে
বেশি সময় লাগেনি।
ছবিটি তুলেছেন উমার মুসান্না। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে
সিএসইর শিক্ষার্থী। ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, Sweetest thing you
will see today।
ছবিটির ব্যাপারে জানা যায় এটি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বড়পুল যাওয়ার পথে তোলা হয়েছে।
ট্যাগ:
বাবা-ছেলে
Share
0