Logo
শিরোনাম

ভৈরবে লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত:শনিবার ০২ অক্টোবর 2০২1 | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। ফলে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল শুরু হয়

কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হয়েছে। ফলে ৪ ঘণ্টা ১৫ মিনিট পর ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, শনিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভৈরব বাজার স্টেশনে প্রবেশের সময় জগন্নাথপুর এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। ফলে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। বগি লাইনচ্যুত হওয়ার কারণে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ ঘণ্টা ১৫ মিনিট চলাচল বন্ধ থাকার পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের ফলে এই ট্রেন চলাচল শুরু হয়।


আরও খবর