Logo
শিরোনাম

নারিকেলের নাড়ু তৈরির রেসিপি

প্রকাশিত:মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০23 | ৬৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাড়ু আমাদের বাঙালি খাবারের পরিচিত একটি অংশ। এটি ছাড়া বিভিন্ন উৎসব, আয়োজন অসম্পূর্ণ মনে হয়। আর এই নাড়ুর কথা বললে সবার প্রথমে মনে পড়ে নারিকেলের নাড়ুর নাম। কারণ নাড়ুর ভেতরে সবচেয়ে সুস্বাদু খেতে নারিকেলের নাড়ুই। আজ চলুন জেনে নেওয়া যাক কীভাবে নারিকেল ও গুড় দিয়ে খুব সহজে নাড়ু তৈরি করতে পারবেন-

তৈরি করতে যা লাগবে: নারিকেল- ১টি, আখের গুড়- ২০০ গ্রাম, ঘি- ১ টেবিল চামচ, ভাজা তিল- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: নারিকেল কুরিয়ে নিন। একটি হাঁড়িতে গুড়ের সঙ্গে সামান্য পানি ও কোরানো নারিকেল দিয়ে নাড়তে থাকুন। এভাবে মিনিট দশেক জ্বাল দিন। নারিকেল আঠালো হয়ে এলে তাতে দিন ভাজা তিল ও ঘি। এরপর আরও কিছুক্ষণ নাড়ুন। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। এবার নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে এলে হাতের তালুতে নিয়ে নাড়ু তৈরি করে নিন।

নিউজ ট্যাগ: নারিকেলের নাড়ু

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩