
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হলে এ ঘটনা ঘটে। বাধার মুখে তারা দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা ছাত্রদলের সহসভাপতি খাইরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
হাসানুল বলেন, ‘এভাবে ছাত্রদলকে বেশিদিন ঘরে আটকে রাখা যাবে না। ছাত্রদলকে রাজপথে পুলিশ নামতে দিচ্ছে না। এরপরে ছাত্রদলের কোনো কর্মসূচি বাধা দিয়ে আটকে রাখা যাবে না।
‘এর আগেও ভোলাসহ বিভিন্ন জায়গায় সহযোদ্ধা নয়ন মিয়াসহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আর কত রক্ত দিলে এই বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে আমাদের জানা নেই।’
গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর শহরের মোল্লাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া নিহত হন।