আজ নতুন কী
ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?
নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের
পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ রাশি : আপনার
ইচ্ছাশক্তি র অভাবে অনেক কাজ হতে হতেও সম্পূর্ণ হবেনা। কোনও অতিথি আসবে বাড়িতে। এর
ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। সৃষ্টিশীল ব্যক্তিরা সাফল্য পাবেন।
বৃষ রাশি: যেকোনো
রকম দ্বন্দ এড়িয়ে চলুন। মানসিক চাপের ফলে অসুস্থ হতে পারেন। আপনার উপস্থিত বুদ্ধির
ব্যবহারে পরিস্থিতি আপনার স্বপক্ষে থাকবে। কোনও প্রকল্প সম্পূর্ণ করে আজ বিশেষভাবে
সম্মানিত হবেন।
মিথুন রাশি : আজ
অনেকদিন ধরে চলে আসা অসুস্থতা থেকে মুক্তি পাবেন। আপনার পুরানো বিনিয়োগগুলি আজ লাভ
দেবে। কারোর উপর জোর করে নিজের মত চাপিয়ে দেবেননা। সমস্ত ব্যাপারে ধৈর্যশীল হোন।
কর্কট রাশি: আজ
আপনার মধ্যে শক্তির অভাব দেখা যেতে পারে। এর ফলে আপনার সাফল্য হাতছাড়া হতে পারে। বাড়িতে
অপ্রত্যাশিত অতিথি আসায় খরচ বেড়ে যাবে। পারিবারিক বিবাদ হতে পারে।
সিংহ রাশি: আজ আপনার
শরীর ভালো থাকবে। ফলে নতুন উদ্যম সফল হবে। কোনও পরিচিত ব্যক্তির সহায়তায় উপার্জনের
নতুন উৎস খুলে যাবে। আত্মীয়দের সাথে কাছাকাছি কোথাও ঘুরতে গিয়ে কাজের ক্লান্তি দূর
হবে।
কন্যা রাশি: আজ
ভাই বোনেদের থেকে সাহায্য পাবেন। সন্ধ্যায় বন্ধুদের সাথে একসাথে আড্ডা আর খাওদাওয়া
আনন্দের অনুভূতি আনবে। তবে খাওদাওয়ার ব্যাপারে সতর্ক হোন। নেশার দ্রব্য থেকে দূরে থাকুন।
তুলা রাশি: সুযোগ
সন্ধানী মানুষদের থেকে দূরে থাকুন। নিজের পরিস্থিতি বুঝে বাকিদের সাহায্য করুন। নাহলে
সমস্যায় পড়তে হতে পারে। সৃষ্টিশীল মানুষদের পক্ষে আজ উৎকর্ষতার দিন। সারাদিন ব্যস্ততা
থাকবে।
বৃশ্চিক রাশি: আজ
ব্যস্ততা থাকলেও নিজের অবসর সময় বের করে নিতে পারবেন। খুব তারাতাড়ি প্রচুর অর্থ উপার্জন
হবে। গুরুজনদের সাথে কথাবার্তায় সংযত হোন। আপনার কথায় তারা আঘাত পেতে পারেন।
ধনু রাশি: আজ কোনও
অভাবি মানুষকে সাহায্য করে মনে শান্তি পাবেন। স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। আত্মবিশ্বাস
বজায় রেখে চিকিৎসা চালিয়ে যান। নিজের দক্ষতা বাড়াতে প্রযুক্তির সাহায্য নিন।
মকর রাশি: আজ ধর্মীয়
ক্ষেত্রে কিছু দানধ্যান আপনাকে মানসিক তৃপ্তি দেবে। নিজের উদ্যমে অবিচল থাকুন। সাফল্য
আসবেই। আপনার মনোমুগ্ধকর স্বভাবের জন্য নতুন বন্ধু পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি
হবে।
কুম্ভ রাশি: স্বাস্থ্য
নিয়ে কিছুটা সমস্যায় থাকতে পারেন। তবে তা সাময়িক। এই নিয়ে দুশ্চিন্তা করবেন না। আর্থিক
বিনিয়োগের ব্যাপারে পরিবারের বাকিদের সাথে আলোচনা করুন। বন্ধুদের সাথে বেশি সময় নষ্ট
করবেন না।
মীন রাশি: আজ আপনার
উদ্যম আপনাকে সাফল্যের পথ দেখাবে। খরচের দিকে নজর রাখুন। নাহলে ভবিষ্যতে সমস্যা হতে
পারে। পুরানো কোনও পরিচিতের সাথে দেখা হয়ে যেতে পারে। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে
পারে।