Logo
শিরোনাম

১৬০ কিলোওয়াটে আলোকিত হবে পদ্মা সেতু

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুন 2০২2 | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে চলছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। নিজেদের আওতাধীন দুটি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ৮০ কিলোওয়াট করে মোট ১৬০ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোবারকউল্লাহ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যান চলাচলের জন্য আগামী ২৫ জুন সেতুটি খুলে দেওয়া হচ্ছে।

জুলফিকার রহমান বলেন, পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ পুরোপুরি শেষ করে ২৪ মে সেতু কর্তৃপক্ষকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন প্রয়োজন অনুযায়ী তারা আনুষ্ঠানিক সংযোগ দেবে। তিনি বলেন, গর্বের পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের সার্বিক কাজ করতে পেরে আমরা আনন্দিত। তবে শুধু লাইট জ্বালানোর জন্যই নয়, সেতুর কাজ যখন শুরু হয় সেই প্রথম থেকেই আমরা পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সম্পৃক্ত থেকেছি। ৬-৭টি সংযোগ দেওয়ার মাধ্যমে শুরু থেকেই সেতুর নির্মাণকাজে পল্লী বিদ্যুৎ সহযোগিতা করেছে। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আরও বলেন, ভবিষ্যতে সেতুতে আরও বিদ্যুতের প্রয়োজন হলে সার্বিক সহায়তায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সেতুতে বিদ্যুৎ সংযোগ নিয়ে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোবারকউল্লাহ বলেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৮০ কিলোয়াটের বিদ্যুৎ সংযোগ দিয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ একটি স্থায়ী বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ করছে। সেটার কাজ এখনো চলমান। সাবস্টেশনটি নির্মাণ শেষ হলে সেটা শুধু সেতুর বৈদ্যুতিক কাজে ব্যবহার হবে।


আরও খবর