Logo
শিরোনাম

বিমানবন্দরে ৬ ল্যাবের অনুমোদন

প্রকাশিত:বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ৩০ জুলাই ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সংযুক্ত আরব আমিরাত করোনাভাইরাস পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে।

আজ বুধবার সকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজাহে যাওয়াতে আর কোনো বাধা রইল না।

চিঠিতে ল্যাবগুলোর অনুমোদন দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেওয়া হলো। অনুমোদনের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার দুপুর ১২টা থেকে কার্যকর হবে।

চিঠিতে বলা হয়েছে, একজন যাত্রী তাঁর যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমিরাতের উদ্দেশে রওনা হতে পারবেন।

 


আরও খবর