Logo
শিরোনাম

চট্টগ্রাম কাস্টমস: জুলাই মাসে রাজস্ব আদায়ে ৪৩ শতাংশ প্রবৃদ্ধি

প্রকাশিত:মঙ্গলবার ০২ আগস্ট 2০২2 | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি দিয়েই নতুন অর্থবছর শুরু করল চট্টগ্রাম কাস্টমস। চলতি অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আদায় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে জুলাই মাসে।

কাস্টমস সূত্রে জানা গেছে, জুলাই মাসে ৪ হাজার ৪৮২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। গত বছরের জুলাই মাসে ৩ হাজার ৩৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো. সালাহউদ্দিন রিজভী বলেন, আমদানি পণ্যের যথাযথ শ্রেণীকরণ কোড (এইচএস কোড) ও মূল্যে শুল্কায়নের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতেও রাজস্ব আহরণের ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর পণ্য আমদানি কমে যায়। তবে আমদানি কমলেও ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে পণ্যমূল্য বেড়েছে আর সে কারণে শুল্ককর আদায়ও বৃদ্ধি পেয়েছে।

দেশে আমদানি পণ্যের ৭৮ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের ৯৫ শতাংশই শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস। সারা দেশের কাস্টমস স্টেশনের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক-কর আদায় করে চট্টগ্রাম কাস্টমস। গত অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।


আরও খবর

এলপিজির দাম আরও বাড়ল

বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3