Logo
শিরোনাম

দূর মহাকাশে বাসযোগ্য ‘পৃথিবী’

প্রকাশিত:রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পৃথিবীর সমান একটি গ্রহের খোঁজ পেয়েছে নাসা। প্রায় ১০০ আলোকবর্ষ দূরে ছোট এক নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে সেটি। গ্রহটিতে পানি মিলতে পারে, ফলে জীবনের সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না।

সিএনএন জানায়, জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন টিওআই ৭০০ ই, পাথুরে হওয়ার সম্ভাবনাই বেশি, আকারে পৃথিবীর ৯৫ শতাংশ। টিওআই ৭০০ নামের আকারে ছোট ও শীতল একটি বামন নক্ষত্রের চারদিকে আবর্তিত হচ্ছে সেটি। এ নিয়ে মোট চারটি গ্রহের খোঁজ পেল নাসা, যেগুলো টিওআই ৭০০-কে প্রদক্ষিণ করছে। সবই নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের তথ্য পর্যবেক্ষণ করে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

এর আগে আবিষ্কৃত গ্রহগুলোর নাম দেয়া হয় টিওআই ৭০০ বি, টিওআই ৭০০ সি ও টিওআই ৭০০ ডি। নতুন পাওয়া টিওআই ৭০০ ই অপর তিন গ্রহব্যবস্থার অংশ। গ্রহগুলো ওই নক্ষত্র-জগতের বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। অর্থাৎ কেন্দ্রের নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব এমন যে সেখানে জল তরল আকারে থাকতে পারে। তা থেকেই গ্রহটিতে পৃথিবীর মতো প্রকৃতি থাকবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। টিওআই ৭০০ ই গ্রহে ছোট ছোট বাসযোগ্য অঞ্চল থাকতে পারে বলেও ধারণা তাদের।

নিউজ ট্যাগ: টিওআই ৭০০ ই

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩