Logo
শিরোনাম

ইউক্রেনকে অস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স : জেলেনস্কি

প্রকাশিত:শনিবার ২৬ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের পথে ফ্রান্সের পাঠানো অস্ত্র ও সরঞ্জামাদি। যুদ্ধে রাশিয়ান সৈন্যদের রুখতে ইউক্রেনে সহায়তা পাঠাচ্ছে পশ্চিমারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টুইটারে জানান, শনিবার সকালে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে কথা বলেছেন। এই আলোচনাকে তিনি কূটনৈতিক ফ্রন্টলাইনে একটি নতুন দিন হিসেবে উল্লেখ করেন।

জেলেনস্কি টুইট করেন, আমাদের সঙ্গীদের পাঠানো অস্ত্র ও সরঞ্জামাদি ইউক্রেনের পথে। যুদ্ধ-বিরোধী জোট কাজ করছে।

এদিকে, শনিবার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন, যুদ্ধ স্থায়ী হবে। আমাদের অবশ্যই এর জন্য প্রস্তুত হতে হবে।

এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসকে ইউক্রেনের একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জানান, জেলেনস্কি বলেছেন এখানে লড়াই হচ্ছে। আমার গোলাবারুদ দরকার, বাহন নয়।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩