Logo
শিরোনাম

কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে আমরা কাজ করছি: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ ফেব্রুয়ারী ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
আমাদের সরকার কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। আমাদের প্রতি ইঞ্চি জমি যাতে আবাদ করা হয়, সেজন্য কৃষকদের সব ধরনের আধুনিক সরঞ্জামাদি সরবরাহ করে আসছি

কৃষি খাতে গবেষণাসহ সরকারের নানামুখী কার্যক্রম উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। দেশের কোন এলকায় কী ফসল উৎপাদন হয়, সেদিকে খেয়াল রেখে আমরা উদ্যোগ নিচ্ছি। কারণ, আমাদের পণ্য উৎপাদন বাড়াতে হবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে যাতে কৃষিপণ্য রপ্তানি করা যায়, সেদিকে খেয়াল রেখে আমরা কৃষি উৎপাদন বাড়াতে হাত দিয়েছি। পাশাপাশি আমরা আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির দিকে নজর রেখে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছি।’

আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় আয়োজিত ১০০ কৃষি প্রযুক্তি এটলাস প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ব্যবসা করতে নয়, দেশের মানুষের সেবা করতেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তাঁর সরকার গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

ক্ষমতায় আসার পর থেকেই কৃষি গবেষণায় জোর দেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ইলিশ গবেষণা, পাট গবেষণা, গম ও ভুট্টা গবেষণাও শুরু করি। আমাদের আগে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। আরো কয়েকটি কৃষি এবং কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। এগুলো সবই করা হয়েছে আমাদের কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের গবেষণা যত বাড়বে, কৃষি উৎপাদনও তত বৃদ্ধি পাবে।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। আমাদের প্রতি ইঞ্চি জমি যাতে আবাদ করা হয়, সেজন্য কৃষকদের সব ধরনের আধুনিক সরঞ্জামাদি সরবরাহ করে আসছি। দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন, এগুলোও আমরা দিয়েছি। কৃষকরা স্মার্টফোন দিয়ে ছবি তুলে সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দিচ্ছে।’

গবেষণার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার গবেষকদের প্রণোদনা দিয়ে এ কাজে আরো বেশি ভূমিকা পালনের সুযোগ দেবে। গবেষকরা যাতে পূর্ণ মনোযোগ দিয়ে গবেষণা করতে পারেন, আমরা সেদিকে জোর দিচ্ছি। আমরা চিন্তা করছি, বিজ্ঞানীদের জন্য কিছু করা দরকার, এটা নিয়েও আমরা ভাবছি।’

শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা সবার সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। যদিও করোনাভাইরাস আমাদের একটু ব্যাঘাত সৃষ্টি করেছে। এর মধ্যেই ভ্যাকসিন চলে এসেছে। এই ভ্যাকসিন সবাই পাবেন। ভূমিহীন কেউ ঠিকানাবিহীন থাকবে না। আমরা গৃহহীন সবাইকে ঘর করে দেব। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। আমরা যে প্রতিশ্রুতি দিই, তা রক্ষা করি। কৃষকদের আমরা বিনা জামানতে কৃষি ঋণ দিয়েছি।’

নিউজ ট্যাগ: আওয়ামী লীগ

আরও খবর