Logo
শিরোনাম

মসজিদে ভয়াবহ বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ২১

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২১ অক্টোবর ২০২৩ | ৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এই ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান।

বুধবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কাবুলে অপর এক আত্মঘাতী হামলায় তালেবানপন্থি এক আলেমকে হত্যার এক সপ্তাহের মাথায় নতুন হামলার ঘটনা ঘটলো। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানের সবচেয়ে শক্তিশালী শত্রু হিসাবে আবির্ভূত হয়েছে আইএস। গ্রুপ দুইটি এখন নোংরা ও রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রয়েছে। বিস্ফোরণের পর কাবুলের ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। এই শব্দে আশেপাশের ভবনের কাঁচ গুড়িয়ে যায়।

কাবুলের মূল হাসপাতাল পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ইমারজেন্সি এর প্রধান স্টিফানো সোজ্জা জানিয়েছেন, তারা শিশুসহ মোট ৩৫ জনকে চিকিৎসা দিয়েছেন। গোয়েন্দা টিম জানিয়েছে, তাদের তদন্ত অব্যাহত রয়েছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩