Logo
শিরোনাম

প্রশিক্ষণে অংশ নিতে রাশিয়ায় সেনা পাঠাবে চীন

প্রকাশিত:বুধবার ১৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ইস্ট-২০২২ সামরিক প্রশিক্ষণে অংশ নিতে সেনা পাঠাবে চীনের পিপলস লিবারেশন আর্মি।

এ ব্যাপারে চাইনিজ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, এই প্রশিক্ষণে চীনের অংশগ্রহণের লক্ষ্য হলো প্রশিক্ষণে অংশ নেওয়া বাকি দেশগুলোর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং সহযোগিতামূলক সম্পর্ক গভীর করা। তাছাড়া বিভিন্ন নিরাপত্তা হুমকিতে প্রতিক্রিয়া জানানোর বিষয়টি নিশ্চিত করতেও এই প্রশিক্ষণে অংশ নেওয়া হবে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য তাদের বিবৃতিতে স্পষ্ট করে বলে দিয়েছে, রাশিয়ায় চীনের সেনাদের প্রশিক্ষণে অংশ নেওয়ার বিষয়টির সঙ্গে সাম্প্রতিক আন্তর্জাতিক এবং আঞ্চলিক ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই।

রাশিয়ার আয়োজনে এই সামরিক প্রশিক্ষণে আরও অংশ নেবে ভারত, বেলারুশ, তাজিকিস্তান, মঙ্গোলিয়া এবং অন্যান্য দেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী আগস্টের শেষ দিকে এই প্রশিক্ষণ শুরু হবে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩