Logo
শিরোনাম

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের সিদ্ধান্ত: লি জিমিং

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ০২ আগস্ট 2০২3 | ৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশও চীনের মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ডায়ালগ উইথ চায়না শীর্ষক আলোচনায় এ কথা বলেন রাষ্ট্রদূত। ডায়ালগের আয়োজন করে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয়েই আমাদের বন্ধু, উভয়কে বলব আলোচনায় বসতে হবে, সমাধান করতে হবে। আবেগ নয়, ঠান্ডা মাথায় রাশিয়া-ইউক্রেন সমস্যার সমাধান করতে হবে, উভয় পক্ষ চাইলে আলোচনায় সহায়তা করতে পারে চীন।

তিনি বলেন, ইউক্রেনকে প্রথমে দুশ্চিন্তা কমাতে হবে এবং মানবিক সহায়তা বৃদ্ধি করতে হবে। অনুসন্ধান করতে হবে, কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩