Logo
শিরোনাম

রুশ সেনার গুলিতে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক নিহত

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | ৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হলেন সাংবাদিক। রবিবার খবর সংগ্রহ করতে গিয়ে ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আমেরিকান সাংবাদিকের। আহত হয়েছেন আরও একজন। এমনই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নিউ ইয়র্ক টাইমস্- এর দাবি, মৃত সাংবাদিক তাদের প্রাক্তন কর্মী। রুশ সেনার গুলিতে তাঁর মত্যু হয়েছে। ইউক্রেনের রাজধানী কিভের পুলিশ প্রধান জানাচ্ছেন, মৃত সাংবাদিকের নাম ব্রেন্ট রিনাড। এ ছাড়া আহত হয়েছেন আরও এক জন সাংবাদিক। ইরপিনে এই দুজন সাংবাদিকের উপর গুলি চালিয়েছে রুশ সেনা।

ড্যানিলো শ্যাপোভালভ নামে এক চিকিৎসক জানিয়েছেন, দুই গুলিবিদ্ধ হওয়া ব্যক্তির চিকিৎসা করেন তিনি। এঁদের একজনের মৃত্যু হয়েছে। ব্রেন্ট রিনাড নামে মৃত সাংবাদিকের সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘরবাড়ি ছেড়ে পালানো সাধারণ মানুষের কথা নিয়ে বিভিন্ন প্রতিবেদন লিখেছেন। বিশেষত, শরণার্থীদের সমস্যা তুলে ধরতেন। এইচবিও, এনবিসি, ডিসকভারি, পিবিসি এবং ভাইস নিউজের মতো সংবাদ সংস্থা ও চ্যানেলে কাজ করেছেন ওই সাংবাদিক। সাংবাদিকতা, চিত্র সাংবাদিকতার পাশাপাশি ছবিও বানাতেন ব্রেন্ট রিনাড।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩