Logo
শিরোনাম

সিলিকন চিপের বিকল্প পাওয়ার দাবি এমআইটি গবেষকদের

প্রকাশিত:রবিবার ২৪ জুলাই ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ১৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সেমিকন্ডাক্টর তৈরিতে সিলিকনের বিকল্প উপাদান পাওয়া গেছে। সম্প্রতি এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। হাই এমবিপোলার মবিলিটি ইন কিউবিক বোরন আর্সেনাইড শিরোনামে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয়, সিলিকন চিপের চেয়ে ভালো প্রসেসর পাওয়া সম্ভব। সেমিকন্ডাক্টর তৈরির নতুন উপাদানকে কিউবিক বোরন আর্সেনাইড নাম দিয়েছেন তারা।

গবেষণায় দাবি করা হয়, ওই উপাদানটি উচ্চ তাপ পরিবহনে সক্ষম। তবে এ উপাদান ব্যবহার করে এখনো সেমিকন্ডাক্টর নির্মাণ হয়েছে কিনা তা জানাননি এমআইটি গবেষকরা। টেক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গবেষণাপত্র আকারে প্রকাশিত হওয়ায় এখনো বিষয়টি তত্ত্ব আকারেই রয়েছে। সিলিকন প্রসেসরের বিকল্প উৎপাদন শুরু হলে তা শুরুতে বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। প্রযুক্তি জায়ান্টগুলোর কাছে এখনো আস্থার জায়গা নিয়ে রেখেছে সিলিকন চিপ। অ্যাপল দীর্ঘদিন ধরেই সিলিকনের সিস্টেম অন আ চিপ বা সক ব্যবহার করে এসেছে। এমনকি নিজেদের তৈরি এম১ প্রসেসরও ৫ন্যানোমিটারের সিলিকন চিপ।

প্রযুক্তি কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর শিল্পে ব্যাপক অগ্রগতি নিয়ে এলেও এখনো বড় কিছু দেয়ার রয়েছে বলে দাবি এমআইটি গবেষকদের। দীর্ঘদিন ব্যবহূত হয়ে এলেও ডিভাইসের পারফরম্যান্স বৃদ্ধিতে কিউবিক বোরন আর্সেনাইড আরো উত্তম বিকল্প হিসেবে হাজির হবে বলে মনে করেন তারা।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩