Logo
শিরোনাম

সুদানে বন্যায় মৃত্যু শতাধিক

প্রকাশিত:শুক্রবার ০২ সেপ্টেম্বর 2০২2 | হালনাগাদ:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ৬৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুদানে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে বন্যা। মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে লাখো মানুষ।

কর্তৃপক্ষ মারাত্মক আঘান হানা ৬টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ওয়াদ আলনাইমের বাসিন্দা অ্যাডাম ইসমাইল বলেন, আমরা ঘুম থেকে উঠেই দেখি ঘরে পানি ঢুকছে এবং আমরা যতোটা পেরেছি বের করেছি। প্রতি ঘণ্টায় আমরা শুনতে পাই একটি বাড়ি পড়ে গেছে, বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা দেয়াল নেমে গেছে। কিছুই অবশিষ্ট নেই।’

জাতিসংঘের সমন্বয়ক ও মানবিক বিষয়ক দপ্তর বলেছে, ১৮টি প্রদেশের মধ্যে ১৫টি প্রদেশে কমপক্ষে ২ লাখ ৫৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। 

নিউজ ট্যাগ: সুদানে বন্যা

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩