Logo
শিরোনাম

থাই প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশিত:বুধবার ২৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ-চান-ওচাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। বুধবার এক শুনানিতে ৯ জন বিচারকের মধ্যে ৫ জন বিচারক তাকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে ভোট দেন। আর প্রধানমন্ত্রীর পক্ষে ভোট দেন ৪ জন বিচারক। আদালত আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ৮ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। এ নিয়ে একটি রিট করা হয়।

২০১৪ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেন প্রায়ুথ চান ওচা।

এদিকে খবরে বলা হয়েছে, বুধবার প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা তার সরকারি বাসভবনে ছিলেন না। তার বৈধ আট বছরের মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে বিক্ষোভকারীরা তার বাসভবনের কাছে বিক্ষোভ করে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩