
গাজীপুরের কালীগঞ্জে
জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর
ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কালীগঞ্জ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
প্রসুতি নারীর
মৃত্যুর ঘটনায় জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে ওই বেসরকারি
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বন্যা আক্তারসহ তার সহযোগী ছয়জনকে মঙ্গলবার রাতে র্যাব-১,
পূর্বাচল ক্যাম্প (সিপি-৩) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা
হলেন- ওসমান গণির স্ত্রী হাসপাতালের পরিচালক
বন্যা আক্তার (৩১), টাঙ্গাইলের দেলদুয়ার এলাকার চান মিয়ার ছেলে আশিকুর রহমান
(২৫), অরুণ কস্তার মেয়ে সংগীতা তেরেজা (৩৩), ক্লেমেন্ট ক্রুজার স্ত্রী মেরী গমেজ (৪০),
রূপগঞ্জ মাস্টার বাড়ি এলাকার শরীফ মিয়ার স্ত্রী সীমা আক্তার ও ইয়াসিনের স্ত্রী শামীমা
আক্তার (৩২)। বুধবার এ বিষয়ে র্যাব ফোর্সেস আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ব্রিফ করেন।
ভুল চিকিৎসায়
কালীগঞ্জ থানা এলাকায় এক প্রসুতি নারীর মৃত্যুর ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার
হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালের পরিচালক বন্যা আক্তারসহ তার ৬ সহযোগীকে মঙ্গলবার
রাতে গ্রেফতার করে র্যাব।
এ ঘটনায় অভিযুক্তরা
গ্রেফতার হওয়ায় র্যাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। মানুষের মাঝে র্যাবের
প্রতি আস্থা রয়েছে। অপরাধ করলে র্যাবের কাছে ছাড় নেই।
উল্লেখ্য, গত
রোববার গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের
ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩০) নামে এক প্রসুতির মৃত্যু হয়। ওই রোগীর 'এবি' পজিটিভ রক্তের
পরিবর্তে তাকে পুশ করা হয় 'বি' পজিটিভ রক্ত।
'বি' পজিটিভ রক্ত
পুশ করার আনুমানিক ৩০-৩৫ মিনিটের মধ্যেই ছটফট করে মারা যান তিনি। ঘটনাটি ঘটার পর হাসপাতালের
কর্তৃপক্ষ মৃত্যু ধামাচাপা দেয়ার জন্য তড়িঘড়ি করে ওই প্রসুতির লাশ ঢাকা হাসপাতালে রেফার্ড
করেন।
নিহত শিরিন বেগম
উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের
স্ত্রী। তিনি সদ্য নবজাতক ছাড়াও ১০ বছরের দুটি যমজ ছেলেসন্তানের মা ছিলেন।
পরে মঙ্গলবার
গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামানের নির্দেশনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের গাইনি ডা. সানজিদা পারভীনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন
করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার বলা হয়েছে।