Logo
শিরোনাম

অনলাইনে পাখি বিক্রি, আটক ১

প্রকাশিত:সোমবার ১১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দীর্ঘদিন থেকে অনলাইনে টিয়া, ময়না, কলিমের মতো দেশীয় জাতের পাখি বিক্রি করে আসা চক্রের সদস্য মেহেদি হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গাজীপুরের কালিয়াকৈরের দক্ষিণ কালামপুর থেকে আটক করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অনলাইনে দেশীয় জাতের পাখি বিক্রি করে আসছিল একটি চক্র। এমন খবরের ভিত্তিতে অনলাইনে ফাঁদ পেতে আটক করা চক্রের অন্যতম সদস্য মেহেদি হাসানকে। এসময় ১৪টি টিয়া পাখি উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জাহির আকন।

পরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত মেহেদি হাসানকে পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে পাখিগুলোকে উপজেলা প্রাঙ্গণে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী পরিদর্শক- বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার নার্গিস সুলতানা, ঢাকা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম এবং জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট ঢাকার সাদেকুল ইসলাম।


আরও খবর