Logo
শিরোনাম

রুশ অভিযান: ইউক্রেন ছেড়েছে ১২ লাখ শরণার্থী

প্রকাশিত:শনিবার ০৫ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রুশ গোলা থেকে জীবন বাঁচাতে নিজ দেশ ছাড়ছেন অনেক ইউক্রেনীয়। সীমান্ত দিয়ে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়ায় ঢুকছে ইউক্রেনের শরণার্থীরা। জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর এ পর্যন্ত ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে ১২ লাখের বেশি শরণার্থী।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছে, এ পর্যন্ত দেশ ছেড়েছেন ১২ লাখ ৯ হাজার ৯৭৬ জন। যার অর্ধেকের বেশি মানুষ পোল্যান্ডে প্রবেশ করেছেন। প্রতিবেশী হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলদোভা এবং রোমানিয়াতে আশ্রয় নিয়েছেন বাকিরা।

(ইউএনএইচসিআর) এর পরিসংখ্যান অনুযায়ী প্রথম সপ্তাহেই ১০ লাখের মতো শরণার্থী ইউক্রেন ছেড়েছেন। এখনও অনেকে সীমান্তে অবস্থান করছে। নতুন করে আরও অনেকে এই স্রোতে যোগ দেবে। পশ্চিমা নেতারা আগে থেকেই সতর্ক করে আসছেন, এই যুদ্ধের ফলে ইউরোপে শরণার্থীদের ঢল নামবে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩